মরুভুমিতে বিচরণ
ঈশ্বর সমস্ত আইন সম্পকেরর ইসরায়েলীদের বলার শেষ করেলন, তাদের সাথে চূক্তির কারণে তারা অবশ্যই সমস্ত আইন মেনে চলবে। তারপর তিনি সীনয় পর্বত থেকে তাদের যাওয়ার জন্য পরিচালনা করলেন তিনি তাদের প্রতিশ্রুতির দেশে নিয়ে যেতে চাইলেন। এই দেশটিকে কনান নামে ডাকা হত। ঈশ্বর তাদেরকে মেঘশ্তম্বের দিকে নিয়ে গেলেন এবং তারা তাঁকে অনুসরণ করলেন।
ঈস্বর আব্রাহাম, ইসহাক এবং যাকোবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাদের বংশধরদেরকে প্রতিজ্ঞা দেশ অর্পণ করবে কিন্তু এখন সেখানে অনেক জনগোষ্ঠীর লোক বসবাস করছে। সেখানে বসবাসকারী লোকদেরকে কনানীয় বলে ডাকত। কণানীয়রা ঈস্বরকে উপাসনা এবং মান্য করত না। তারা মিথ্যা ঈস্বর উপাসনা করে অনেক পাপ কাজকর্ম করে থাকত।
ইশ্বর ইসরায়েলীদেরকে বললেন, প্রতিস্রুতি দেশের যাবার পর তোমরা অবশ্যই সেখানে কনানীয়দেরকে পরিত্রাণ দেবে।তাদের সাথে শান্তিচুক্তি করো না এবং বিবাহ আবদ্ধ হবে না। তোমরা অবশ্যই তাদের সমস্ত প্রতিমামূর্তিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করবে। যদি তোমরা আমার কথা না মান, তাহলে আমার পরিবর্তে তাদের প্রতিমা উপাসনা করার নিশ্চিহৃ হয়ে যাবে।
যখন ইস্রায়েলীয়রা কনান সীমান্তে পৌঁছল, তখন মোশে ইস্রায়েলের প্রত্যেক পিতৃ-গোস্থীর নেতৃগণ থেকে একজন করে বার জন লোক বেছে নিলেন। তিনি লোকদেরকে সেখানে গিয়ে জায়গাটা দেখতে কেমন গুপ্তচর করতে নির্দেশ দিলেন। কনানীয়রা শক্তিশালী কিংবা দুর্বল কিনা তারা তাদের উপর গুপ্তচরবৃক্তি করল।
বার জন লোক কনানে চল্লিশ দিন ভ্রমণ করে ফিরে আসলেন। তারা লোকদেরকে বলল যে, জায়গাটা খুবই উর্বর এবং খাদ্যশস্য ভরপুর। প্রত্যেক দশজন গুপ্তচর বলল, শহরের লোকেরা খুবই বলিষ্ঠ এবং নগরসমূহ সুরহ্মিত এবং বৃহৎ। আমরা যদি তাদের আক্রমণ করি তারা অবশ্যই আমাদেরকে পরাজিত করবে এবং আমাদেরকে মেরে ফেলবে।
অন্য দুজন গুপ্তচর কালেব এবং যোশুয়া তখনাৎভাবে বলল যে,”এটা সত্য যে কনান দেশের লোকেরা লম্বা এবং শক্তিশালী, কিন্তু আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে পারব। ঈস্বর আমাদের হয়ে যুদ্ধ করবে”।
কিন্তু লোকেরা কালেব এবং যোশুয়া কথা শুনল না। তারা মোশে এবং হারোণের বিপক্ষে অসন্তোষ প্রকাশ করে বলল, “কেন এই ভয়ঙ্কর জায়গায় আমাদেরকে নিয়ে আসা হল?” আমাদেরকে মিশর দেশেই থাকার উচিত ছিল। যদি আমরা সেখানে যায়, আমরা যুদ্দে মারা যাব এবং কনানীয়রা আমাদেরকে পত্নী এবং বাচ্চাদেরকে ক্রীতদাস বানাবে।তাদেরকে মিশরে ফিরে নিয়ে যাবার জন্য লোকেরা ভিন্ন এক দলনেতা পছন্দ করলেন।
লোকেরা যখন এ কথা বলল,ঈস্বর রাগাম্বিত হয়ে সমাগম তাঁবুতে আসলেন এবং বললেন, “তোমরা আমার বিরুদ্ধে বিরোধিতা করছ, তাই তোমরা সবাই এ মরুভূমিতে বিচরণ করতে হবে। আদের বয়স কুড়ি বছর অথবা তার অধিক তারা সবাই সেখানে মরবে এবং তোমাদের মধ্যে কেউই সে জায়গায় প্রবেশ করবে না,যা তোমাদের বাসভুমি বলে আমি তোমাদেরকে দিচ্ছি। শুধুমাত্র যোশুয়া এবং কালেব সেখানে প্রবেশ করতে পারবে”।
লোকেরা যখন ঈশ্বরের এই কথাগুলো শুনল, তারা তাদের পাপের জন্য খুবই অনুতপ্ত হলো। তাই তারা কনানীয় লোদের উপর আক্রমণ করতে সিদান্ত নিলেন। তখন মোশে তাদেরকে না যাওয়ার জন্য সতর্ক করলেন কারণ ঈস্বর তাদের সহব্ররতী নন। কিন্তু তারা ঈস্বরের কথা শুনল না।
ঈস্বর তাদের সাথে যুদ্ধে যাওয়ার সহব্রতী হলেন না, তাই তারা কনানীয়রা তাদেরকে পরাজিত করল এবংতাদের অনেকেই মরে গেল। তারপর ইস্রায়েলীরা কনান থেকে ফিরে আসলেন এবং চল্লিশ বছর ধরে তারা সেই মরুভূমিতে বিচরণ করতে লাগল।
চল্লিশ বছর ধরে ইসরায়েল লোকেরা মরুভূমিতে বিচরণের সময়, ঈস্বর তাদের জন্য স্বর্গ থেকে রুটি সরবব্রাহ করলেন,যাকে মান্না বলা হত। তিনি আর ও কোয়েলের পাল [যেটা ছিল মধ্য আকৃতির পাখি] তাদের শিবিরের ভিতর পাঠালেন যাতে তারা মাংস খেতে পারে। সেই সময়ের মধ্যে ঈস্বর তাদের পোশাক এবং স্যান্ডেলগুলি পরিধান থেকে বিরত রাখলেন।
তাদের জন্য খাবার পানি সরবরাহ করলেন, ঈস্বর আলৌকিকভাবে পাথর থেকে জল বেরিয়ে আনলেন।কিন্তু এতকিছু করার পরও ইসরায়েল লোকেরা ঈশ্বর এবং মোশের বিরুদ্ধে অভিযোগ করতে লাগল। তবুও ঈশ্বর তাদের প্রতি বিশস্ত ছিলেন। তিনি যা প্রতিজ্ঞা করেন তাই করে থাকেন। আব্রাহাম,ইসহাক এবং যাকোবের বংশধরদের জন্য তিনি তাই করবেন।
এক সময় যখন লোকদের কাছে কোন পানি ছিল না তখন ঈশ্বর মোশেকে বললেন “পাথরের সাথে কথা বলো, পানি সেখান থেকে বেরিয়ে আসবে”। কিন্তু মোশে পাথরের সাথে কথা বলল না।বিপরীতে তিনি লাঠি দিয়ে পাথরটিকে দুইবার আঘাত কারল। এতে তিনি ঈশ্বরকে অসম্মান করল। প্রত্যেকের জন্য পানীয় জল পাথর থেকে পানি বেরিয়ে আসলো, কিন্তু ঈশ্বর মোশের উপর রাগাম্বিত হলেন।তিনি বললেন “যেহেতু তুমি এমনটি করছ,তুমি প্রতিজ্ঞা দেশে প্রবেশ করবে না”।
ইস্রায়েলীরা মরুভূমিতে চল্লিশ বছর ধরে বিচরণের পর যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তারা সকলের মারা গেল।তারপর ঈশ্বর লোকদেরকে আবার তাঁর প্রতিজ্ঞা দেশের দিকে চালিত করলেন। মোশে এখন খুব বৃদ্ধ হয়ে গেছে, তাই ঈশ্বর যোশুয়াকে লোকদের নেতৃত্ব দেয়ার জন্য নির্বাচন করলেন। সেদিনই ঈশ্বর মোশেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন,তিনি মোশের মত অন্য একজন নবী প্রেরণ করবেন।
তারপর ঈশ্বর মোশেকে পর্বতে চুড়ায় আরোহণের জন্য বললেন, যাতে সে প্রতিজ্ঞা দেশটি দেখতে পায়। মোশে প্রতিশ্রুতি দেশ দেখতে পেল, কিন্তু ঈশ্বর তাকে সেখানে প্রবেশ করতে অনুমতি দিলেন না। তারপর মোশে মৃত্যুবরন হল এবং ইসরায়েলীরা তিরিশ দিন ধরে শোক পালন করলেন। যোশুয়া তাদের নতুন নেতা নির্বাচিত হল। যোশুয়া একজন ভাল নেতা ছিল কারণ তিনি ঈশ্বরকে বিশ্বাস এবং প্রতিপালিত করতেন।
Exodus 16-17; Numbers 10-14; 20; 27; Deuteronomy 34