যীশুর বীরুদ্ধে ষরযন্ত্র
প্রতি বছর ইহুদিরা নিশ্তারপর্ব পালন করতেন। এটা ছিল নিশ্তারপর্ব যিনি ঈশ্বর অনেক শতাব্দী পুর্বে মিশর থেকে তাদের পুর্ব পুরুষদের দাসত্বে হাত থেকে রক্ষা করেছিলেন। প্রায় তিন বছর পর যীশু জনগণকে সুসমাচার প্রচার এবং শিক্ষা দিচ্ছিলেন, যীশু তার শিষ্যদের বললেন যে জেরুজালেমের তাদের সাথে আমি নিশ্তারপর্ব পালন করতে চাই এবং তাকে সেখানে হত্যা করা হবে ।
যিহুদা নামে যীশুর একজন শিষ্য ছিল। তার তত্বাবধানের প্রেরিতদের টাকারব্যাগ ছিল, কিন্তু তিনি প্রায়ই টাকা চুরি করত। যীশু এবং তার শিষ্যরা জেরুজালেমের পৌঁছানোর পর , যিহুদা ইহুদীর নেতাদের সাথে দেখা করতে চলে গেলেন। তিনি টাকার বিনিময়ে যীশুকে ধরিয়ে দিতে তাদের কাছে প্রস্তাব রাখলেন। তিনি জানতেন যে ইহুদির নেতারা যীশুকে মেশিয়াহ বলে গ্রহণ করবেন না। তিনি জানতেন তারা তাকে হত্যা করতে চাইবেন।
ইহুদী নেতারা মহাযাজক যীহুদাকে ত্রিশটি রৌপ্য মুদ্রা দিয়ে যীশুকে তাদের কাছে ধরিয়ে দিতে সিদ্ধান্ত নিলেন। যীহুদা তাদের প্রশ্তাব সম্মত হয়ে টাকাগুলো নিয়ে চলে গেলেন। তিনি যীশুকে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেয়ার জন্য সুযোগ খুঁজতে শুরু করলেন।
জেরুজালেমের যীশু তার শিষ্যদের সাথে নিশ্তারপর্ব উৎযাপন করলেন। নিশ্তারপর্ব ভোজের সময়, যীশু রুটি নিলেন এবং ভেঙ্গে নিয়ে তাদের দিলেন। তিনি বললেন, “নাও এবং এটা খাও। এ তোমাদের জন্য উৎসর্গকৃত আমার শরীর । আমার শ্মরনার্থে তোমরা এরকম করো”। এ উপায়ে যীশু বললেন যে, তিনি তাদের জন্য মরতে পারেন, যিনি তাদের জন্য তার শরীর উৎসর্গ করতে পারেন।
তারপর যীশু এক কাপ দ্রাক্ষারস তুলে নিয়ে বললেন, “এটা পান করো। এ আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাতিত হয়েছে যে,ঈশ্বর তোমার পাপে ক্ষমা করবেন। আমি এখন যেটা করছি, প্রতিটি সময় আমার শ্মরনার্থে তোমরা এটা করবে”।
তাই যীশু শিষদের বললেন, “তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকটা করবে”। শিষ্যরা দুঃখিত হলেন, এবং জিজ্ঞাসা করলেন, এটা কে হতে পারে। যীশু বললেন, “সেই এই ব্যক্তি যাকে আমি রুটি টুকরাটি দিয়েছিলাম”। তারপর তিনি রুটি টুকরাটি যিহুদাকে দিলেন।
যিহুদা রুটি টুকরা নেয়ার পর, শয়তান তার ভেতরে প্রবেশ করলো। ইহুদীর নেতাদেরকে যীশুকে গ্রেপ্তারের সাহায্যের জন্য যিহুদা চলে গেলেন। তখন রাত সময় ছিল।
খাওয়ার পর যীশু এবং তার শিষ্যরা জলপাই পর্বতে চলে গেলেন। যীশু বললেন,তোমরা সবাই আমাকে ছেরে চলে যাবে। কারণ এরকম লিখিত আছে, “ মেষপালককে আঘাত করব, এতে মেষেরা ছিন্নভিন্ন হয়ে পড়বে”।
পিতর উত্তরে বললেন, “সবাই আপনাকে ছেড়ে গেলেও আমি যাব না”। তারপর যীশু বললেন, শয়তান তোমার ভিতরে ডুকে পড়েছে কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করব, তোমার বিশ্বাস ব্যর্থ হবে না। “আমি তোমাকে সত্যিই বলছি, আজই হ্যাঁ, আজ রাত্রিবেলায়- দুবার মোরগ ডাকার পুর্বে , তুমি আমাকে তিনবার অস্বীকার করবে”।
পিতর আরো যীশুকে বললেন, “আপনার সঙ্গে যদি আমাকে মৃত্যুবরণও করতে হয়, তাহলে আমি আপনাকে কখনোই অস্বীকার করব না”। সব শিষ্যরা তাই বললেন।
তারপর যীশু তার শিষ্যদের নিয়ে গেটসিমেনে পরিচিত একটি স্থানে গেলেন। যীশু তার শিষ্যদের প্রার্থনা করতে বললেন যেন তারা প্রলোভনে না পড়ে। তাই যীশু নিজেই প্রার্থনা করতে গেলেন।
যীশু তিনবার প্রার্থনা করলেন, “পিতা তোমার পক্ষে সবকিছুই করা সম্ভব, এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও।তবুও আমার ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু তোমারই ইচ্ছা অনুযায়ী হোক। যদি লোকদের পাপ ক্ষমা করার কোনো পথ না থাকে তাহলে তুমি এটা তাদেরকে করতে অনুমতি দেবেন”। যীশু খুবই মর্মবেদনা হলেন এবং ঘাম রক্তের ফোটার মত পরতে লাগল। ঈশ্বর শিষ্যদের শক্তি যোগাতে তাদের কাছে গেলেন।
প্রতিবার প্রার্থনার পর যীশু তার শিষ্যদের কাছে আসতেন, তখন তাদের ঘুমিয়ে দেখতেন। তৃতিয়বার তিনি ফিরে এসে তদের বললেন, তোমরা কি এখনো ঘুমিয়ে আছো, ওঠো! মনুষ্যপুত্রকে ধরে পাপীদের হাতে তুলে দেওয়া হচ্ছে”।
যিহুদা ইহুদীর নেতাদের, সৈন্য,এবং অনেক লোক নিয়ে চলে আসলেন”। তাদের হাতে ছিল তলোয়ের এবং লাঠি। যিহুদা যীশুর কাছে এসে বললেন, “অভিনন্দন প্রভু, বলে চুম্বন করলেন। সেই লোকেরা যীশুকে ধরল এবং তাকে গ্রেপ্তার করল। তারপর যীশু বললেন, “যিহুদা, তুমি কি আমাকে চুম্বন করে প্রতারনা করলেন?।
যখন সৈন্যরা যীশুকে ঘিরে ফললেন, তখন পিতর মহাযাজকের একজন দাসের কান কেটে দিলেন। কিন্তু যীশু বললেন,“তোমার তলোয়ার স্বস্থানে রাখো!আমি কি আমার পিতাকে ডাকতে পারিনা আর তিনি সঙ্গে সঙ্গে আমার অধিনে দ্বাদশ সৈন্য ও দূত বেশি পাঠিয়ে দেবেন না? আমি অবশ্যই আমার পিতাকে মান্য করি”। যীশু লোকটির কান সুস্থ করলেন। তারপর সকল শিষ্যরা চলে গেলেন।
Matthew 26:14-56; Mark 14:10-50; Luke 22:1-53; John 12:6; 18:1-11