Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

ঈশ্বরের নতুন চুক্তি

Frame 49-01

এক দূত এসে মেরিকে বললেন, কুমারী। তিনি ঈশ্বরের এক পুত্র সন্তান জন্ম দেবেন। তিনি চির কুমারী ছিলেন।, পবিত্র আত্নার মাধ্যমে তিনি অন্তঃসত্বা হয়েছেন। তিনি একজন পুত্র সন্তান জন্ম দেবেন এবং নাম রাখবেন যীশু। তাই যীশু, ঈশ্বর এবং মানব জাতির উভয়ের জন্য হল।

Frame 49-02

যীশু অনেক অলোকিক ঘটনা দেখালেন তিনি একজন ঈশ্বর। তিনি পানির উপরে দিয়ে হাঁটলেন এবং জলপ্রবাহ থেমে দিলেন।তিনি অনেক অসুস্থ লোককে সুস্থ করলেন এবং অনেক ভূতগ্রস্ত লোককে ভুত বিতারিত করলেন। তিনি মৃত লোককে উত্থিত করেছেন এবং তিনি পাঁচটি রুটি এবং দুটি ছোট মাছ দিয়ে প্রচুর খাদ্য তৈরী করে প্রায় ৫০০০ অধিক লোককে খাদ্য খাওয়ালেন।

Frame 49-03

যীশু একজন মহান শিক্ষক ছিলেন। তিনি সবকিছু সঠিকভাবে শিক্ষা দিলেন। তিনি যা করতে বললেন লোকদের তা করা উচিৎ কারন তিনি একজন ঈশ্বরের পুত্র। নিজেকে যেমন ভালবাসেন তেমনি অন্যদেরকে ভালবাসার জন্য শিক্ষা দিতেন।

Frame 49-04

4 তিনি আরো শিক্ষা দিতেন যে ঈশ্বরকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশী নিজেকে নিয়োজিত করে তার সবকিছু ভালবাসতে হবে।

Frame 49-05

যীশু বললেন পৃথিবীতে যা কিছু আছে স্বর্গরাজ্যে তা থাকার ভাল। স্বর্গরাজ্যে প্রবেশের জন্য ঈশ্বর তোমাকে পাপ থেকে পরিত্রান দেবেন।

Frame 49-06

যীশু বললেন যে আমাকে কিছু লোক গ্রহন করবে। ঈশ্বর তাদেরকে পরিত্রান দেবেন। অধিকন্তু অন্য লোকেরা গ্রহন করবে না।তিনি আরো বললেন কিছু লোক ভাল মাটি পচ্ছন্দ করবে। কারণ যীশু সুসমাচার তারা গ্রহন করবে, এবং ঈশ্বর তাদের পরিত্রাণ দেবেন।অধিকন্তু অন্য লোকেরা পথের শক্ত মাটির মতো হবে, কিন্তু সেখানে কিছুই উৎপাদন হবে না। এই লোকেরা যীশুর বাক্য প্রত্যাখান করবে। তারা স্বর্গরাজ্যের যেতে অস্বীকৃতি হবে।

Frame 49-07

যীশু বলেন যে ঈশ্বর পাপীদের খুব ভাল্বাসেন। তিনি তাদের পরিত্রাণ দিতে চান এমনকি তাদের ছেলেমেয়েদেরও ।

Frame 49-08

যীশু আমাদেরকে আরো বলেন যে,ঈশ্বর পাপকে ঘৃনা করেন। কারন আদম এবং ইভা পাপ করলেন, এবং তাদের বংশধররাও তাই করল। ঈশ্বরের দুরে থেকে পৃথিবীর সকল মানুষ পাপ করে। সকলের ঈশ্বরের শত্রু।

Frame 49-09

কিন্তুসৃষ্টিকর্তাশ্বর বিশ্বের প্রত্যেককে এইভাবে ভালবাসতেন: তিনি তাঁর একমাত্র পুত্রকে উপহার দিয়েছিলেন যাতেসৃষ্টিকর্তাশ্বর তাঁর উপর যারা বিশ্বাস করে তাদের শাস্তি না দেয়। পরিবর্তে, তারা তাঁর সাথে চিরকাল বেঁচে থাকবে।

Frame 49-10

আপনি মারা যাওয়ার যোগ্য, কারণ আপনি পাপ করেছেন। আপনিশ্বরের পক্ষে আপনার প্রতি রাগ করা ঠিক হবে, কিন্তু তিনি এর পরিবর্তে যিশুর উপর রাগ করেছিলেন। তিনি যীশুকে ক্রুশে হত্যা করে শাস্তি দিয়েছিলেন।

Frame 49-11

যীশু কখনো পাপ করতেন না। তিনি পাপের শাস্তি মেনে নিলেন,তিনি পাপে প্রায়শ্চিত হলেন। পৃথিবীর সমস্ত লোকের পাপ এবং তোমার পাপকে পরিত্রানের জন্য তিনি সঠিক উৎসর্গ দাতা ছিলেন। যীশু নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করলেন, তাই ঈশ্বর যে কোনো পাপ, এমনকি যারা যীশুকে বিশ্বাস করে ভয়ংকর পাপ করেছে তদেরকেও ক্ষমা করলেন।

Frame 49-12

এখনো যদি তুমি অনেক ভাল কাজ করে থাকো, তবুও ঈশ্বর তোমাকে রক্ষা করবে না। তার সাথের বন্ধু হওয়ার জন্য এখানে তোমার করার কিছুই নেই। পরিবর্তে তোমরা যদি ঈশ্বরের পুত্র যীশুকে বিশ্বাস করো, তাহলে তোমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মরবেন, এবং ঈশ্বর তাকে আবার মৃতলোক থেকে উত্থিত করে জীবন প্রদান করবেন।তোমরা যদি এটা বিশ্বাস করো, তাহলে ঈশ্বর তোমাদের সমস্ত পাপকে পরিত্রান করবেন।

Frame 49-13

যীশুকে বিশ্বাস করলে ঈশ্বর তোমাদের সবাইকে রক্ষা করবেন এবং তাকে প্রভু বলে গ্রহন করবেন। কিন্তু যিনি নিজেকে বিশ্বাস করবে না তাদেরকে কোনদিন ক্ষমা করবে না।এটা প্রভু নয় যদি তুমি ধনী, কিংবা গরীব কিংবা মহিলা,কিংবা বৃদ্ধ অথবা যুবক অথবা তোমরা যেখানে থাকো। ঈশ্বর তোমাদের ভালবাসেন, এবং তিনি চান যীশুকে বিশ্বাস করাতে তারপর তিনি তোমাদের বন্ধু হবেন।

Frame 49-14

যীশু তোমাদের ডাকছে তাকে বিশ্বাস করে ব্যাপ্তিশ্ম গ্রহনের জন্য । তোমরা কি বিশ্বাস করো যীশু একজন মেশিয়াহ, একমাত্র ঈশ্বরের পুত্র? তোমরা কি বিশ্বাস করো তোমরা পাপী এবং তোমাদের পাপের জন্য ঈশ্বর শাস্তি দিতে পারেন?তোমরা কি বিশ্বাস করো যে যীশু ক্রুশবিদ্ধে মরে তোমাদের পাপ পরিত্রাণ করে দিয়েছে?

Frame 49-15

তোমরা যদি যীশুকে বিশ্বাস করো এবং স্বীকার করো তিনি তোমাদের জন্য কি করেছেন,তোমরা কি যীশু অনুচর!তার রাজ্য অন্দকারের জন্য শয়তান বেশিদিন শাসন করতে পারিনি। ঈশ্বর এখন তার রাজ্যকে আলো দিয়ে শাসন করছেন। ঈশ্বর তার বাক্যের জন্য তোমাদেরকে পাপ থেকে অনেক দুরে রেখেছেন।তিনি তোমাদের জীবনধারণের জন্য একটি সঠিক নতুন পথ করে দিয়েছেন।

Frame 49-16

তোমরা যদি যীশু অনুচর হও, ঈশ্বর তোমাদের পাপ ক্কমা করবেন, যীশু যেভাবে করেছিলেন। ঈশ্বর এখন তোমেদেরকে শত্রু পরিবর্তে বন্ধু হিসাবে বিবেচনা করেছেন।

Frame 49-17

তোমরা যদি ঈশ্বরের বন্ধু হও এবং প্রভু যীশু দাস হও তাহলে যীশু যে শিক্ষা দিয়েছে সেগুলো অবশ্যই পালন করতে চাইবে। যীশু অনুচরদের এখনো শিক্ষা দিচ্ছে। শয়তান এখনো তোমাকে পাপে প্রলোভিত করছে।কিন্তু ঈশ্বর যা বলেন তিনি এখনো তা করেন। তিনি বলেন যে তোমাদের পাপকে যদি তোমরা অশ্বীকার করো ,তবে তিনি তোমাদের ক্ষমা করবেন। তিনি তোমাদেরকে পাপের বীরুদ্ধে যুদ্ধ করতে শক্তিশালী করবেন।

Frame 49-18

ঈশ্বর বললেন যে, তোমরা প্রার্থনা করো এবং ঈশ্বরের বাক্য শিক্ষা নাও। তিনি আরো বললেন যে যীশু অনুচারীদের সাথে একত্রে উপাসনা করতে।তিনি তোমাদের জন্য কি করছে তা অন্যদের জানাও।যদি তোমরা এসবগুলো করতে পারো, তাহলে তোমরা তার শক্তিশালী একজন বন্ধু হবেন।

Romans 3:21-26, 5:1-11; John 3:16; Mark 16:16; Colossians 1:13-14; 2 Corinthians 5:17-21; 1 John 1:5-10