Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

যীশুর প্রত্যাবর্তন

Frame 50-01

প্রায় ২,০০০ বছর ধরে পৃথিবীর চারিদিকে অধিকতর লোক মেশিয়াহ যীশুর সুসমাচার সম্পর্কে শুনে আসিছলেন। মন্দলী অনেক বেড়ে উঠছে।যীশু প্রতিজ্ঞা করছিলেন পৃথিবী শেষ মুহূর্তে তিনি প্রত্যাবর্তন করবেন। যদিও তিনি এখনো ফিরে আসেনি,তিনি তার প্রতিজ্ঞা রাখবেন।

Frame 50-02

যেহেতু আমরা যীশু ফেরার অপেক্ষায় আছি,ঈশ্বর আমাদেরকে চান তাকে শ্রদ্ধা করে পবিত্র হয়ে বসবাস করি। তিনি আরো চান তার স্বর্গ্রারাজ্য সম্পর্কে অন্যদেরকে বলি। যখন যীশু পৃথিবীতে বাস করবেন,তিনি বললেন “আমার শিষ্যরা পৃথিবীর সব জায়গায় লোকদেরকে ঈশ্বরের স্বর্গরাজ্য সম্পর্কে সুসমাচার প্রচার করবে,এবং সমাপ্তটি ফিরে আসবে”।

Frame 50-03

অনেক জনগোষ্ঠীর লোক তখনো যীশুর সম্পর্কে শুনতে পাবে না। তিনি স্বর্গ থেকে ফেরার আগে,যীশু তার শিষ্যদের বললেন যারা এখনো সুসমাচার সম্পর্কে শুনতে পাইনি তাদের কাছে গিয়ে প্রচার করতে। তিনি বললেন, “যাও এবং সকল জনগোষ্ঠীর থেকে আমার শিষ্য তৈরী করো!” “মাঠে ফসল কাটার সময় হবে!”

Frame 50-04

যীশু আরো বললেন, “একজন মানুষের দাস তাঁর প্রভুর চাইতে বড় নয়। পৃথিবীর গুরুত্বপুর্ন ব্যক্তিরা আমাকে ঘৃনা করবেন, এবং তারা আমার কারণে তোমাদেরকে নির্যাতন করবেন। এই পৃথিবীতে তোমরা ভুগবে কিন্তু শক্তিশালী হবে,কারণ তখন আমি শয়তানকে পরাজিত করব, যিনি পৃথিবীকে শাসন করছেন তিনিই একজন। যদি তোমরা শেষে আমাকে বিষষ্ঠতার সাথে স্মরণ করো ,তখন ঈশ্বর তোমাদেরকে রক্ষা করবেন”।

Frame 50-05

যীশু তার শিষ্যদেরকে একটা গল্প দিয়ে ব্যাখা করলেন পৃথিবী শেষ হলে তখন লোকদের কি ঘটবে। তিনি বললেন, “একজন লোক মাঠে ভাল বীজ বপন করবেন। যখন সে ঘুমিয়ে পড়বে , তার শত্রু এসে গাঁজা বীজের সাথে গমের বীজ মিশিয়ে বপন করবেন,এবং তারপর চলে যাবেন”।

Frame 50-06

যখন চারা অংকুরিত হলো,তখন লোকের দাস বলল, ‘প্রভু, আপনি মঠে ভাল বীজ বপন করেছিলেন, কিন্তু কেন সেখানে এত আগাছা হলো?’ লোকটি উত্তরে বললেন, ‘শুধুমাত্র আমার শত্রু একাজ করতে পারে। আমার শত্রুদের মধ্যে একজন এটাই করতে পারে”।‘

Frame 50-07

“দাস তার প্রভুকে সারা দিলেন,‘আমাদেরকে এই আগাছাগুলো উঠানো উচিত নয় কি?’ প্রভু বললেন,না,যদি এটা করো তাহলে কিছু গমের চারাও উঠিয়ে যাবে। ফসল কাটার পর্যন্ত অপেক্ষা করো। তারপর আগাছাগুলো স্তূপ করো এবং পুড়িয়ে ফেলো। তারপর গমগুলো আমার শস্যাগারে নিয়ে এসো”’।

Frame 50-08

শিষ্যরা গল্পের অর্থ বুঝতে পারলেন না, তাই তারা যীশুকে গল্পের অর্থ ব্যাখার জন্য বললেন। যীশু বললেন, “যে লোকটি ভাল বীজ বপন করেছিলেন তিনি হলেন মেশিয়াহ প্রতিনিধি। মাঠ হলো পৃথিবীর প্রতিনিধি। ভাল বীজ হলো ঈশ্বরের স্বর্গ্রারাজ্য লোক”।

Frame 50-09

আগাছা হলো শয়তান লোকদের প্রতিনিধি, একজন শয়তান। লোকদের শত্রু হলো, যিনি আগাছা বীজ বপন করেছিলেন, শয়তানের প্রতিনিধি। ফসল প্রতিনিধি হলো শেষ পৃথিবী এবং বীজ বপনকারী হলো ঈশ্বরের দূত প্রতিনিধি।

Frame 50-10

“পৃথিবী যখন শেষ হলো, দূতরা সমগ্র লোককে সমবেত করলেন,যারা শয়তানের অধীনে ছিল। দূতরা তাদেরকে গরম আগুনের উপর নিক্ষেপ করলেন। সেখানে ঐ লোকগুলো ভয়ংকর ভোগান্তির মধ্যে কাঁদতে লাগল এবং তাদের দাঁতগুলো পেষন করতে লাগল। কিন্তু যিনি ধার্মিক,যীশুকে অনুসরণ করেন।তিনিই তাদের পিতার ঈশ্বরের স্বর্গ্রাজ্যে সূর্যের আলোর মতো উদিত হবে”।

Frame 50-11

যীশু আরো বললেন যে তিনি পৃথিবী শেষ হওয়ার আগে পৃথিবিতে প্রত্যাবর্তন করবেন। তিনি যেভাবে চলে গেলেন ঠিক সেভাবেই আসবেন। তখন তিনি স্বশরীরে আসবেন,এবং আকাশের মেঘের পথে আসবেন। যখন যীশু প্রত্যাবর্তন করবেন তখন যীশু সকল অনুচারীরা মৃত থেকে উত্থিত হয়ে আকাশের তাঁর সাথে দেখা করবেন।

Frame 50-12

যীশু অনুচারীরা যারা এখনো বেঁচে আছেন তারা আকাশে উঠে অন্য অনুচারীদের যারা মৃত থেকে উত্থিত হয়েছেন তাদের সাথে একত্রিত হবেন। তারা সবাই সেখানে যীশুর সাথে থাকবেন। তারপর যীশু তার লোকদের সাথে অবস্থিতি করবেন। তারা একত্রে চিরদিনের জন্য শান্তিপুর্নভাবে বসবাস করবেন।

Frame 50-13

যারা তাকে বিশ্বাস করেন যীশু তাকে একটি মুকুট দেয়ার প্রতিশ্রুতি দিলেন।তারা ঈশ্বরের সাথে চিরদিন সবকিছুর উপর রাজত্ব করবেন। তারা শান্তিভাবে থাকবে ।

Frame 50-14

কিন্তু যীশুকে যারা বিশ্বাস করেন না ঈশ্বর তাদের প্রত্যেকে বিচারক হবেন। তিনি তাদেরকে নরকে নিক্ষেপ করবেন।সেখানে তারা কাঁদবেন এবং তাদের দাঁত পেষন করবেন, এবং সেখানে তারা চিরকাল ভুগান্তির মধ্যে অবস্থান করবেন। আগুন কখনো নিভে যাবে না অনবরত তারা আগুনে জ্বলবে ,এবং তাদের খাওয়ার উষ্ণতা কখনো থামবে না।

Frame 50-15

যখন যীশু ফিরবে, তখন শয়তানের রাজ্য সম্পুর্নভাবে ধ্বংস করবেন। তিনি শয়তানকে নরকে নিক্ষেপ করবেন। শয়তান সেখানে চিরকাল আগুনে পুড়বে, এমনকি ঈস্বরের চেয়ে তাকে বেশী অনুসরন করতে পচ্ছন্দ করেন তাদেরও একই দণ্ড হবে।

Frame 50-16

কারন আদম এবং ইভা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন এবং তারা পৃথিবীতে পাপ নিয়ে এসেছিলেন। ঈশ্বর এতে অভিশাপ দিলেন এবং এটাকে ধ্বংস করতে সিদ্ধান্ত নিলেন। কিন্তু ঈশ্বর কিছুদিন পর নতুন স্বর্গ ও নতুন পৃথিবী সৃষ্টি সম্পুর্ন হবে।

Frame 50-17

যীশু এবং তার লোকেরা নতুন পৃথিবীতে বাস করবেন, এবং তিনি সবকিছুর উপর চিরকাল রাজত্ব করবেন। তিনি লোকদের চোখ থেকে চোখের পানি মুছাবেন। কেউ যন্ত্রনায় ভুগতে হবে না কিংবা দীর্ঘদিন দুঃখ পাবে না। তারা কাদবে না। তাদের অসুস্থ এবং মৃত্যু হবে না। সেখানে কোনো দুষ্ট থাকবে না । যীশু তার স্বর্গরাজ্য শান্তিপুর্নভাবে শাসন করতে পারবেন। তিনি চিরদিন তাঁর লোকদের সাথে থাকবেন।

Matthew 24:14; 28:18; John 15:20, 16:33; Revelation 2:10; Matthew 13:24-30, 36-42; 1 Thessalonians 4:13-5:11; James 1:12; Matthew 22:13; Revelation 20:10, 21:1-22:21