ইস্রায়েলীদের সাথে ঈশ্বরের নিয়মস্থাপন
পরে ঈশ্বর লোহিত সাগর দিয়ে ইস্রায়েলীদেরকে মরুভূমির সীনয় পর্বতের নামে স্থানের নিয়ে আসলেন। পর্বতটি ছিল মোশে দেখার সেই জলন্ত ঝোপের মতো ।লোকেরা পর্বতে পাদদেশে তাদের তাঁবু স্থাপন করলেন।
ঈশ্বর মোশে এবং ইস্রায়েল সমগ্র লোকদেরকে বললেন, “তোমরা অবশ্যই আমার বাধ্য হও এবং আমার নিয়ম পালন করো, যেটা আমি তোমাদের সাথে নিয়ম স্থাপন করেছিলাম। তোমরা যদি পুরোপুরি আমার বাধ্য হও, আমার নিয়ম পালন করো,তোমরাই আমার নিজস্ব সম্পক্তি হবে,এবং যাজকদের রাজ্য ও পবিত্র এক জাতি হবে” ।
তৃতীয় দিনের জন্য লোকেরা তাদের নিজেদের প্রস্তুত হলো,কারণ ঈশ্বর সেদিনই সবার চোখের সামনে আসছেন। তারপর ঈশ্বর সীনয় পর্বত চুড়া থেকে নেমে আসলেন। যখন তিনি আসলেন তখন সেখানে ব্জ্রপাত,বিদ্যুৎ চমকানো,ধোঁয়া এবং খুব জোড়ে শিঙার শব্দ শোনা গেল।তাই মোশে নিজেই পর্বতের উপর উঠে গেলেন ।
তারপর ঈশ্বর লোকদের সাথে নিয়ম স্থাপন করলেন। তিনি বললেন, “আমি ইয়াওয়ে, তোমাদের ঈশ্বর। আমি সেই একজন, যিনি তোমাদেরকে ঈজিপতীয়দের ক্রীতদাসত্বে হাত থেকে রক্ষা করেছিলাম। তোমরা অন্য দেবতাদের আরাধনা করবে না।
তোমরা আকৃতিবিশিশ্ত কোন প্রতিমা তৈরী করবে না এবং তাদের আরাধনা করো না কারণ আমিই ইয়াওয়ে তোমাদের একমাত্র ঈশ্বর। তোমরা আমার নামে অসম্মানজনক কিছুই করো না। পবিত্র সাব্বাথবারকে স্মরণ করো। ছয়দিন তুমি তোমার সব কাজকর্ম করবে।সপ্তম দিনটি তোমার বিশ্রামের দিন এবং ঈশ্বরের উদ্দেশ্যে পালনীয় এক সাব্বাথবার দিন ।
তোমার বাবা এবং মাকে স্মমান করো। তুমি নর হত্যা করো না,তোমার বড়দেরকে অমঙ্গল মন্তব্য করো না। চুরি করো না।মিথ্যা কথা বলো না, তোমার প্রতিবেশীর স্ত্রীর, তার ঘর এবং অধিকারভূক্ত কোন কিছুর প্রতি লোভ করো না।
সব লোকেরা এই বিধি-বিধান পালন করতে সম্মত হলো,যেটা ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন। তারা ঈশ্বরের সাথে সম্পৃক্ত হয়ে শুধুমাত্র তাঁকে আরাধনার করার জন্য সম্মত হলো।
ঈশ্বর একটা বড় তাঁবু তৈরীর জন্য ইস্রায়েলীদেরকে বললেন, যার নাম সমাগম তাঁবু । কিভাবে তাঁবু তৈরী করতে হবে, তার ভিতরে কি কি রাখা হবে তিনি তাদেরকে সবকিছু বললেন । তিনি তাদেরকে তাঁবুর ভেতরে বড় একটা পর্দা তৈরীর জন্য বললেন, যাতে তাঁবুটা দুটি কক্ষে পৃথক হয় ।ঈশ্বর যাতে তাঁবুর পেছন দিয়ে কক্ষে আসতে পারেন এবং সেখানে অবস্থান করতে পারেন। যে কক্ষে ঈশ্বর থাকবেন শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবেন, যারা মহাযাজক।
লোকেরা সমাগম তাঁবুর সামনে একটি পুজাদেবি তৈরী করলেন। কেউ যদি ঈশ্বরের বিধি অমান্য করে, তাকে অবশ্যই একটি পশু হোমবলির বেদিটে আনবে।মহাজাজক এটি বধ করবেন এবং এটি বেদির উপর পোড়াবেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ঈশ্বর বললেন যে,পশুর রক্ত পাপীর গায়ে প্রক্ষেপ করবে।তারপর ঈশ্বর সেই পাপ দেখবে না। ঈশ্বরের দৃস্টিতে ঐ লোকটা পবিত্র হয়ে গেল। ঈশ্বর মোশের ভাই হারোণ এবং তাঁর উত্তর পুরুষদেরকে তাঁর যাজক হিসাবে চেয়েছিলেন।
ঈশ্বর এই দশাজ্ঞাগুলো দুটি পাথরের ফলকে লিখে মোশেকে দিলেন। তাছাড়া ঈশ্বর আরো অনেক বিধি-নিয়ম অনুসরনের জন্য লোকদেরকে দিলেন। ঈশ্বর লোকদেরকে প্রতিজ্ঞা করে আশীর্বাদ করলেন এবং তাদেরকে রক্ষা করলেন। কিন্তু নিয়ম অমান্যকারীদের তিনি শাস্তি দিতেন।
অনেকদিন ধরে মোশে সীনয় পর্বতে উপরে অবস্থান করলেন। তিনি ঈশ্বরের সাথে কথা বলছিলেন। কিন্তু তাঁর ফেরার অপেক্ষায় লোকদের খুব ক্লান্ত হয়ে পড়লো। তাই তারা হারোণের কাছে স্বর্ণগুলো নিয়ে গেল এবং এগুলি দিয়ে একটি মূর্তি করতে চাইল যাতে ঈশ্বরের পরিবর্তে এ মূর্তিকে আরাধনা করতে পারে। তাই তারা ভয়ঙ্করভাবে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে লাগ্ল।
হারোণ বাছুর আকৃতি একটি সোনালী প্রতিমূর্তি তৈরী করলেন। লোকেরা পশু দিয়ে মূর্তিটি আরাধনা করতে শুরু করল এবং তাতে উৎসর্গ করতে লাগল। তাদের পাপের জন্য ঈশ্বর খুবই রাগাম্বিত হলেন। ঈশ্বর মোশেকে বললেন, আমি তাদেরকে ধ্বংস করব। কিন্তু মোশে তাদের হত্যা না করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তাঁর কথা শুনলেন এবং তাদের কোন ক্ষতি করলেন না।
মোশে যখন সীনয় পর্বত থেকে নেমে আসলেন, তিনি দুটি পাথর বহন করে আনলেন,যেখানে ঈশ্বর তাঁর দশাজ্ঞা লিখে রেখেছিলেন। মোশে যখন মূর্তিটি দেখতে পেলেন,তখন তিনি রাগাম্বিত হয়ে পাথর দুটিকে ভেঙ্গে ফেললেন।
ঈশ্বর মূর্তিটিকে পুড়িয়ে দিলেন এবং ছাই হয়ে পড়ল। তিনি ছাইগুলো নিয়ে জলপ্রবাহের নিক্ষেপ করলেন, এবং লোকদের জন্য খাওয়ার পানি তৈরী হলো। ঈশ্বর এভাবে লোকদের উপর একটি আঘাত পাঠালেন এবং তাদের অনেক মরে গেল।
মোশে নতুন পাথর তৈরী করলেন, তাঁর ভেঙ্গে দেওয়ার পাথরের লেখা দশাজ্ঞাগুলো স্থানান্তরিত করার জন্য। তারপর তিনি আবার পাহাড়ের উপরে উঠে গেলেন,এবং লোকদেরকে ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তার কথা শুনলেন এবং ক্ষমা করলেন। মোশে দশাজ্ঞা লেখা নতুন পাথর নিয়ে পর্বত থেকে নেমে আসলেন। তারপর ঈশ্বর ইস্রায়েলীদের সীনয় পর্বত থেকে প্রতিজ্ঞা দেশের চলে যাওয়ার জন্য বললেন।
Exodus 19-34