নির্বাসন এবং প্রত্যাবর্তন
ইস্রায়েল এবং জুদাহ রাজ্যের লোকেরা উভয় ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলেন।তারা সীনয়ে ঈশ্বরের সাথে চুক্তি ভঙ্গ করলেন। ঈশ্বর তার ভাববাদির মাধ্যমে লোকদেরকে অনুতপ্ত এবং তাকে আবার উপাসনা করতে সতর্ক করলেন, কিন্তু তারা মান্য করতে অস্বীকৃতি জানালেন।
ঈশ্বর উভয় দেশকে তাদের শত্রু দিয়ে ধ্বংস করার অনুমতি দিয়ে শাশ্তি দিলেন।আসিরিয়া অন্য জাতির একজন খুব হ্মমতাবান লোক ছিলেন। আসিরিয়ানরা অন্য জাতির চাইতে খুব নিষ্ঠুর ছিলেন। তারা ইস্রায়েল রাজ্য ধ্বংস করতে আসলেন। ইস্রায়েল দেশের অনেক লোককে তারা হত্যা করলেন, তারা তাদের চাওয়ার সবকিছু নিয়ে গেলেন এবং অনেক শহর আগুনে পুড়ে দিলেন।
আসিরিয়ানরা অনেক নেতা,ধনী লোক,এবং রাজ মিশ্ত্রিদেরকে সমবেত করলেন। তারা তদেরকে আসিরিয়া কাছে নিয়ে গেলেন। শুধু অত্যন্ত গরীব কিছু ইস্রায়েলীয় সেখানে রয়ে গেল।
তারপর আসিরিয়ানরা দেশের অবস্থানের জন্য বিদেশীদের নিয়ে গেলেন। বিদেশীরা শহরগুলো পুননির্মান করলেন। যারা দেশত্যাগ করলেন তারা ইস্রায়েলীদের সাথে মেশে অবস্থান করলেন।এই জনগণের বংশধরকে সামারিতানস বলে ডাকা হত।
ঈশ্বরকে অবিশ্বাস এবং অবাধ্য হওয়ার জন্য তিনি ইস্রায়েলীদের কিভাবে শাস্তি দিলেন,জর্ডান রাজ্যের লোকেরা দেখলেন। কিন্তু তারা এখনো কানানাইটসদের ঈশ্বরের সাথে প্রতিমামুর্তি উপাসনা করতে লাগল। ঈশ্বর তাদের সতর্ক করতে তাদের কাছে ভাববাদী প্রেরন করলেন, কিন্তু তারা শুনতে প্রত্যাখান করলেন।
প্রাই ১০০বছর পর আসিরিয়ানরা ইস্রায়েল দেশ ধ্বংস করলেন, ঈশ্বর বিবিলোনিয়ানের রাজা নেবুখেদনেজারকে জুদাহ রজ্য আক্রমণের জন্য পাঠালেন। বেবিলোন এক হ্মমতাবান জাতি ছিল। জুদাহ রাজা নেবুখাদনেজারের দাস হতে স্মমত হলেন এবং প্রতি বছর তাকে প্রচুর পরিমানের টাকা দিলেন।
তিন্তু কয়েক বছর পর জুদাহনের রাজা বেবিলোন বিরুদ্ধে বিদ্রোহ করলেন। তাই বেবিলোনিয়ানরা জুদাহ রাজ্য আক্রমন করতে ফিরে আসলেন। তারা জেরুজালেম দখল করলেন,মন্দির ধ্বংস করলেন,এবং শহর ও মন্দিরের কোষাগার ছিনিয়ে নিয়ে গেলেন।
জুদাহ রাজা বিদ্রোহের জন্য শাস্তি হিসাবে নেবুখেদনেজারের বেবিলোনের সৈন্যরা চ্ছেলেকে তার সামনে হত্যা করলেন এবং তকে অন্ধ করলেন। তারপর তারা রাজাকে বেবিলোনের কারাগারে মৃত্যুর জন্য নিয়ে গেলেন।
নেবুখেদনেজার এবং তার সেনাবাহিনীরা আধিকাংশ জুদাহ লোকদেরকে বেবিলনে নিয়ে গেলেন,সেখানে গরীব লোককে দ্রাহ্মাহ্মেতে ও হ্মেতখামারে কাজকর্ম করার জন্য ছেড়ে গেলেন। সে সময় যখন ঈশ্বরের লোকদেরকে প্রতিজ্ঞা দেশ ত্যাগের জন্য জোর করলেন তাকে বলা হয় নির্বাসন।
ঈশ্বর তার পাপী লোকদেরকে নির্বাসনের মাধ্যমে শাস্তি প্রদান করলেন,কিন্তু তিনি এখনো তাদেরকে অথবা তার প্রতিজ্ঞার কথা ভুলতে পারলেন না। ঈশ্বর সবসময় তার ভাববাদীর মাধ্যমে তাদের সাথে কথা বলতেন এবং তাদের উপর নজর রাখতেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে,৭০ বছর পরে আবার তাদেরকে প্রতিজ্ঞা দেশে ফেরত আনবেন।
প্রায় ৭০ বছর পর, সিরুস,পারসিয়া রাজা বেবিলনকে পরাজিত করলেন। তাই বেবিলনের সম্ম্রাট পরিবর্তে পারসিয়া সম্ম্রাট এখন অনেক জনগোষ্ঠীকে রাজত্ব করলেন। ইস্রায়েলীদেরকে এখন জিউস নামে ডাকা হল। তাদের অধিকাংশ লোক সারাজীবন বেবিলনের অবস্থান করলেন। অত্যন্ত বৃদ্ধ কিছু জিউস এখনো জুদাহ দেশকে শ্মরণ করতেন।
পারসিয়ানরা খুব শক্তিশালী ছিলেন,কারন মানুষের উপর তাদের করুণা ছিল তাই সহজেই তাদের জয়ী হত। সল্প সময়ের পর সিরুস পারসিয়ানের রাজা হলেন, তিনি নির্দেশ দিতেন যে,কনো জিউস যদি পারসিয়া থেকে জুদাহ ফিরতে চাই তাহলে জুদাহ ফিরে যেতে পারেন। তিনি এখনো তাদেরকে মন্দির পুননির্মানের জন্য টাকা দিতেন! তাই নির্বাসনে ৭০ বছর পর জিউসের ছোট এক গোষ্ঠী জেরুজালেম শহর ছেড়ে জুদাহ দেশে চলে গেলেন।
যখন লোকেরা জেরুজালেমের পৌছলেন,তারা মন্দির এবং শহরের চারিদিকে দেয়াল পুননির্মাণ করলেন পারসিয়ানরা তখনও তাদেরকে রাজত্ব করতেন,কিন্তু জিউসরা আবার প্রতিজ্ঞা দেশে বাস করছিলেন এবং মন্দিরে উপাসনা করতে লাগলেন।
2 Kings 17; 24-25; 2 Chronicles 36; Ezra 1-10; Nehemiah 1-13