যীশুর মন্ত্রণালয় শুরু
যীশু শয়তানের প্রলুদ্ধ প্রত্যাখানের পর, তিনি গালীলি অঞ্চলে প্রত্যাবর্তন করলেন। তিনি যেখানে বাস করতেন। পবিত্র আত্না তাকে অনেক ক্ষমতা দিলেন, এবং যীশু এক জায়গা থেকে অন্য জায়গা গিয়ে লোকদেরকে শিক্ষা দিলেন। সবাই বলতেন ঈস্বর তাকে ভালই করেছেন।
যীশু নাজারেৎ শহরে গেলেন। ছেলেবেলার সময় তিনি এই গ্রামে থাকতেন। পবিত্র সাবাত্থা দিনে উপাসনা জায়গায় যেতেন। নেতারা ভাববাদী ইশাইয়ের পুঁথি তার হাতে তুলে দিলেন। তারা তাকে পুঁথিটি পড়তে চাইলেন। তাই যীশু পুঁথিটি খুলে সেই অংশটি পড়লেন, লোকদের জন্য লেখা ছিল।
যীশু পড়লেন, “প্রভুর আত্না আমার উপর অধিস্থিত কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন। দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য, তিনি আমাকে বন্দিদের মুক্তি প্রচার করবার জন্য প্রেরন করেছেন, অন্ধদের কাছে দৃশ্তিপ্রাপ্তি প্রচার করার জন্য, নিপীড়িতদের নিস্তার করে বিদায় করার জন্য, প্রভুর প্রসন্নতার বছর ঘোষনা এবং আমাদের সাহায্য করার জন্য”।
তারপর যীশু বসে পরলেন। সকলের দৃষ্টি তাঁর উপরে নিবদ্ধ হল। তারা জানেন তিনি যে শাস্ত্র গ্রন্থ পড়লেন সেটা মেশিয়াহ সবন্ধে ছিল। যীশু বললেন, “আজ এই শাশ্ত্রীয় বানী তোমাদের কর্ণগোচরে পুর্ন হল”। লোকেরা সকলেই তার প্রশংসা করল। “তিনি কি যোসেফের পুত্র নয়,নয় কি?” তারা বললেন।
তারপর যীশু বললেন, “এটা সত্য যে কনো ভাববাদীই স্বদেশে স্বীকৃতি পান না সে সময় তিনি বেড়ে উঠছিল। ভাববাদী ইলিজাহ সময় ইস্রায়েলের বহু বিধবা ছিল। সেই সমই সাড়ে তিন বছর ধরে আকাশ রুদ্ধ ছিল, ইস্রায়েলের বিধবার সাহায্যের জন্য ঈস্বর ইলিজাহকে পাঠাইনি । পরিবর্তে তিনি ইলিজাহকে বিধবার কাছে প্রেরন করেছিলেন অন্য এক জাতি থেকে”।
যীশু অব্যাহতভাবে বললেন, “ভাববাদী ইলিশা সময় ইস্রায়েলের অনেক কুষ্ঠরোগী লোক ছিল। তিন্তু ইলিশা তাদের কাউকে শুচিশুদ্ধ ক্রেননি। তিনি শুধুমাত্র ইস্রায়েলের শত্রু অধিনায়ক নামানকে শুচিশুদ্ধ করেছিলেন”। কিন্তু যীশুর কথা যে লোকেরা শুনেছিলেন তারা হলেন ইহুদী। তাই একথা শুনে লোকেরা তার উপর ক্রুদ্ধ হয়ে উঠলেন।
নাজারেথ লোকেরা যীশুকে অবরোধ করলো এবং তাকে উপাসনার জায়গায় থেকে টেনে বাইরে নিয়ে গেলেন।তাকে হত্যার জন্য বাঁধের প্রান্তে নিয়ে গিয়ে নিচে ছুড়ে ফেলে দিতে চাইল। কিন্তু তিনি সকলের মধ্য দিয়ে নিজের পথ করে নাজারেথ শহর ত্যাগ করলেন।
তারপর যীশু গালীলি অঞ্চলে চলে গেলেন এবং ভির জনতা তার কাছে চলে আসলো।তারা আনেক পীড়িত এবং পঙ্গুকে নিয়ে আসলো। তাদের মধ্যে কেউ অন্ধ,বিকলাংঘ অথবা বাকশক্তিহীন সবাইকে তিনি সুস্থ করেছিলেন।
অনেক ভূতগ্রস্ত লোক যীশুর কাছে নিয়ে আসলো। যীশু ভূতগ্রস্ত লোকদের ভেতর থেকে বেরিয়ে এসো নির্দেশ দেওয়ার পর ভুতরা বেরিয়ে আসতো । তারা প্রায়ই চিৎকার করতো “তুমি ইশ্বরের পুত্র”! ভীর জনতা দেখে বিস্মিত হতো এবং ঈশ্বরকে প্রশংসা করতো।
যীশু বার জনকে বিশেষভাবে তার প্রতিনিধি হিসাবে শিষ্য নিযুক্ত করলেন। তিনি তাদের “প্রচারক”ডাকতেন। এই প্রচারকরা যীশুর সাথে ভ্রমণ করতেন এবং তার কাছে শিক্ষা নিতেন।
Matthew 4:12-25; Mark 1:14-15, 35-39; 3:13-21; Luke 4:14-30, 38-44