প্রতিশ্রূতির সন্তান
দশ বছর পর আব্রাম এবং সারী কনান দেশে এসে পৌছলেন। তখন ও তাদের কোন সন্তান ছিল না। তাই আব্রামের স্ত্রী সারী তাকে বললেন, প্রভূ ঈশ্বর এখনো আমাকে নিঃসন্তান করে রেখেছেন এবং সন্তান জন্ম দেবার মতো আমার বয়স নেই, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি। এখানে আমার একজন ক্রীতদাস আছে, যার নাম হাগার, তাকে বিয়ে করো সে আমার জন্য একজন সন্তান জন্ম দিতে পারে।“
তাই আব্রাম হাগারকে বিয়ে করলেন। হাগারের একজন ছেলে সন্তান জন্ম হলো এবং তার নাম রাখলেন ইশ্মায়েল। কিন্তু সারি হাগারের প্রতি প্রতিহিংসা হয়ে অবজ্ঞা করতে লাগলেন। যখন ইস্মায়েল তের বছর পূর্ণ তখন আবার ঈশ্বর আব্রামকে বললেন,
“আমি সর্বশক্তিমান ঈশ্বর। আমি তোমার সাথে নিয়ম স্থাপন করব। তখন আব্রাম মাটিতে উবুড় হয়ে পড়লেন। তাই প্রভূ ঈশ্বর আব্রামকে বললেন, তুমি সকল জাতির পিতার হবে। আমি তোমাকে এবং তোমার আগামী বংশধরকে এক চিরস্থায়ী অধিকাররুপে কনান দেশটাকে দেব। আর আমি তাদের চিরস্থায়ী ঈশ্বর হবো। তোমার পরিবারে প্রত্যেকটি পুরুষকে সুন্নত করাতে হবে।
তোমার স্ত্রী সারীর একজন পুত্র সন্তান হবে তিনি তোমার জন্য একজন প্রতিশ্রুতির পুত্র সন্তান জন্ম দেবেন , এবং তুমি তার নাম দেবে ইস্সাক। আমি তার সঙ্গে আমার নিয়ম স্থাপন করব এবং তিনি একজন মহান জাতিতে পরিণত হবে। আমি ইস্মায়েলকেও এক বড় জাতিতে পরিণত করব কিন্তু আমার নিয়ম আমি সেই ইস্সাকের স্ংগেই স্থাপণ করব। তোমাকে আর আব্রাম বলে ডাকা হবে না , তোমার নাম হবে আব্রাহাম। যার অর্থ হচ্ছে সকল মানুষের পিতা। ঈশ্বর আরও সারীর নাম পরিবর্তন করে সারাহ্ নাম রাখলেন। যার অর্থ হচ্ছে সম্ম্রাজ্ঞী।
সেদিনই আব্রাহাম তার পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্যকে নিয়ে ঈশ্বরের কথানুসারে সুন্নত করালেন। প্রায় এক বছর পর যখন আব্রাহামের বয়স ১০০বছর এবং সারাহ বয়স ৯০ বছর পূর্ণ হলো, তখন সারাহ্ আব্রাহামের এক পুত্র সন্তান জন্ম দিলেন। তাকে নাম দিলেন ইস্সাক । ঈস্বর যা বললেন,তারা তাই করলেন।
যখন ইস্হাক একজন যুবক লোক হলেন, ঈশ্বর আব্রাহামের বিশশ্ততার জন্য পরীক্ষা করলেন, তোমার একমাত্র ছেলে ইস্সাককে নাও এবং তাকে হত্যা করে আমার জন্য উৎসর্গ করো। আব্রাহাম আবার ঈশ্বরের কথা মান্য করলেন। তিনি তার ছেলেকে হোমবলির উৎসর্গে জন্য প্রস্তুত হলেন।
যখন আব্রাহাম এবং ইস্সাক উৎসর্গ স্থানের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ইস্হাক বাবাকে বললেন, বাবা হোমবলির উৎসর্গের জন্য আমাদের কাঠ আছে কিন্তু মেষশাবক কোথায়? আব্রাহাম উত্তরে বললেন, বাছা ঈশ্বর স্বয়ং হোমবলির উৎসর্গের জন্য মেষশাবক যোগান দেবেন।
যখন তারা হোমবলির স্থানের পৌঁছলেন, তখন আব্রাহাম তার ছেলে ইস্হাককে বেঁধে সেই বেদিতে কাঠের উপর শুইয়ে দিলেন। তিনি হাত বাড়িয়ে ছুরিটি ধরে তার ছেলেকে হত্যার জন্য উদ্যত হলেন ,তখন ঈশ্বর বললেন, থাম, ছেলেটির গায়ে হাত দিয়ো না, ওর কোনও ক্ষতি করো না। এখন আমি বুঝেছি যে, তুমি ঈশ্বরকে ভয় করো , কারণ আমাকে তুমি তোমার একমাত্র ছেলেটিকে দিতে অসম্মত হওনি ।
আব্রাহাম দেখতে পেলেন , সেখানে ঝোপঝাড়ের মধ্যে একটি মেষশাবক আটকানো অবস্থায় পড়ে আছে । তার ছেলের পরিবর্তে সেটিকে হোমবলির উৎসর্গের জন্য ঈশ্বর যোগান দিলেন । আব্রাহাম আনন্দের সহিত মেষশাবকটিকে ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলির উৎসর্গ করলেন ।
তারপর ঈশ্বর আব্রাহামকে বললেন, কারণ তুমি সবকিছু আমাকে দিতে ইচ্ছুক, এমনকি তোমার একমাত্র সন্তানকেও দিতে অসম্মত হওনি , তাই অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করব । তোমার বংশধরদের আকাশের তারাগুলির মতো বিপুল সংখ্যক করে তুলব ।কারণ তুমি আমার বাধ্য হয়েছ , তোমার পরিবারের মাধ্যমে পৃথিবীর সব পরিবারকে আশীর্বাদ করব ।
Genesis 16-22