Bangala: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

নিস্তারপর্ব

Frame 11-01

ঈশ্বর মোশে এবং আরণকে ফৌরণের কাছে পাঠালেন, ইস্‌রায়েলীদের ছেড়ে আনার জন্য। তারা ফৌরণকে সতর্ক দিয়ে বললেন যে,যদি তাদের যেতে না দেন ,তাহলে ঈশ্বর ইজিপ্তীয়দের উপর আর একটি আঘাত হানবে যা মানুষের প্রথমজাত পুত্রসন্তান এবং গবাদি পশুপালের প্রথমজাত সব শাবক মারা যাবে ।যখন ফৌরণ সেটা শুনলেন, তিনি তখনো ঈশ্বরকে অবিশ্বাস করে প্রত্যাখান করলেন ।

Frame 11-02

যারা ঈশ্বরকে বিশ্বাস করেন,তাদের প্রথমজাত সন্তান বাঁচানোর জন্য প্রভু একটি পথ সৃষ্টি করলেন। প্রত্যেক পরিবারকে খুঁতবিহীন একটি মেষ বা ছাগল বাছাই করে নিতে হবে এবং বধ করতে হবে ।

Frame 11-03

প্রভু ঈশ্বর বললেন, সামান্য রক্ত নিয়ে তা তাদের বাড়ির দরজার চৌকাঠের দু’পাশের উপর লাগিয়ে দিতে হবে ।সেই রাতেই আগুনে ঝলসে সেই মাংস তাদের তেঁতো শাক ও খামিরবিহীন রুটির সাথে খেতে হবে । তিনি আরো বললেন যে, খাদ্য খাওয়ার পর যাতে ঈজিপ ত্যাগ করতে পারে প্রস্তুত থাকার জন্য

Frame 11-04

ইস্‌রায়েলীরা ঈশ্বরের আদেশমতো সবকিছু ঠিকঠাক করে রাখলেন । সেদিন মধ্য রাত্রেই ঈজিপের উপর দিয়ে যাব এবং মানুষ ও পশুর উভয়ের প্রত্যেক প্রথমজাত সন্তান ও শাবককে আঘাত করব ।

Frame 11-05

ইস্‌রায়েলীদের সকল ঘড়ের দরজা চারিদিকে রক্ত দেখতে পেলেন, তাই সে বাড়িগুলো উপর ঈশ্বর অতিক্রম করে চলে গেলেন । যারা ঘরের ভিতরে ছিলেন তারা সবাই নিরাপদে ছিলেন ।মেষের রক্ত কারণে তারা সবাই নিরাপদে ছিলেন ।

Frame 11-06

কিন্তু ঈজিপতীয়রা বিশ্বাস করতে পারলেন না এবং তার আদেশ অমান্য করলেন ।তাই ঈশ্বর তাদের ঘরবাড়ী উপর দিয়ে অতিক্রম করলেন না ।ঈশ্বর তদের পশু এবং মানবজাতির উভয়ের প্রথমজাত শাবক ও সন্তানকে বধ করলেন ।

Frame 11-07

সমগ্র ঈজিপতীয়দের প্রথমজাত,সন্তান থেকে শুরু করে অন্ধকুপে থাকার বন্দি,সিংহাসনে উপবিষ্ট ফৌরণের প্রথমজাত সন্তান এবং সব গৃহপালিত পশু প্রথমজাত শাবক পর্যন্ত সবাইকে আঘাত করলেন।ঈজিপের সমগ্র লোকদের প্রবল হাহাকার শুরু হয়ে গেল।কারণ এমন কোন বাড়ি ছিল না যেখানে কেউ মারা যায়নি ।

Frame 11-08

একই রাত্রে ফৌরণ ,মোশে ও হারোণকে ডেকে পাঠালেন এবং বললেন “তোমরা ও ইস্‌রায়েলীরা আমার প্রজাদের ছেড়ে তখনাৎভাবে চলে যাও”। ইস্‌রায়েলীদের চলে যাওয়াই ঈজিপতীয়রা মেনে নিতে পারলেন না ।

Exodus 11:1-12:32